
সবজির দাম চড়া, মুরগিতে স্বস্তি
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ১২:১১
বাজারে সরবরাহ কমে যাওয়ায় ঈদের পর রাজধানীর বাজারে বেশ কয়েকটির সবজির দাম বেড়েছে। তবে মুরগির দামে স্বস্তি ফিরেছে। শুক্রবার (১৩ জুন) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি করলা ৮০ থেকে ১০০, ঢেঁড়স ২০ থেকে ৩০, কাঁকরোল ৬০ থেকে ৭০, পটল ৪০ থেকে ৫০, বেগুন ৮০, চিচিঙ্গা ৫০, মুলা ৩০, ধুন্দুল ৫০ থেকে ৬০, পেঁপে ৪০ থেকে ৫০, লাউ ৫০ থেকে ৬০, চাল কুমড়া ৫০ থেকে ৬০, কচুর মুখি ৭০ থেকে ৮০, ঝিঙে ৬০, শসা ৮০, টমেটো ১০০, গাজর ২০০, কাঁচামরিচ ৬০ থেকে ৮০, বরবটি ৫০, ধনিয়া পাতা প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সবজির দাম