
কৃষি বাজেট গতানুগতিক ও অপ্রতুল
বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ২০০৯-১০ অর্থবছরে মোট বাজেটের পরিমাণ ছিল এক লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকা। ১৫ বছর পর ২০২৪-২৫ অর্থবছরে তা ৬২১.১২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় সাত লাখ ৯৭ হাজার কোটি টাকায়। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯০ হাজার কোটি টাকা।
চলতি বছরের বাজেটের আকার সাত হাজার কোটি টাকা বা ০.৮৮ শতাংশ কম। এবারের বাজেটে আনুষ্ঠানিকতা কম। পক্ষে-বিপক্ষে কোনো মিছিল বা স্লোগান নেই। বলা যায়, উত্তাপহীন বাজেট।
দেশের উচ্চ মূল্যস্ফীতির কথা বিবেচনায় নিলে অযৌক্তিক ব্যয় কমানোর মাধ্যমে একটি আঁটসাঁট বাজেট প্রস্তাবই এবার কাঙ্ক্ষিত ছিল।
- ট্যাগ:
- মতামত
- বাজেট প্রস্তাবনা
- বাজেট
- কৃষিখাত