ম্যানচেস্টার সিটির মতো সংকটে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের কোচ হলে তাকে অনেক আগেই বরখাস্ত করা হতো বলে মন্তব্য করেছেন গার্দিওলার।
২০২৪-২৫ মৌসুমে গার্দিওলার অধীনে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে ম্যানসিটি। টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর এবার তারা তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। চ্যাম্পিয়ন লিভারপুল থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে ছিল। চ্যাম্পিয়নস লিগ ও কারাবাও কাপ থেকে আগেভাগেই ছিটকে যায় সিটি। আর এফএ কাপের ফাইনালে তারা হেরে যায় ক্রিস্টাল প্যালেসের কাছে।