সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ৫৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তাঁদের আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোরে বিজিবির সদস্যরা জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে তাঁদের আটক করেন।
এর আগে সর্বশেষ ২৯ মে সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকা দিয়ে ২১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, জৈন্তাপুরের শ্রীপুর বিওপির সদস্যরা মোকামপুঞ্জি সীমান্তে ১৭ জন এবং মিনাটিলা বিওপির সদস্যরা মিনাটিলা সীমান্তে ২৩ জনসহ মোট ৪০ জনকে আটক করেন। কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিভিন্ন সময় ভারতের বিভিন্ন এলাকা থেকে জড়ো করে সীমান্ত এলাকায় রেখে ঠেলে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৪ জন নারী ও ২২ শিশু।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের নাম–পরিচয় সংগ্রহ করে প্রাথমিকভাবে বিজিবির তত্ত্বাবধানে দুটি বিদ্যালয়ে রাখা হয়েছে। তাঁদের অধিকাংশই কুড়িগ্রাম ও লালমনিরহাট এলাকার বলে জানা গেছে। তাঁদের নাম, ঠিকানা ও পরিচয়পত্র সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে তাঁদের হস্তান্তরের কথা আছে।