You have reached your daily news limit

Please log in to continue


স্টার সিনেপ্লেক্সের টিকেট নিয়ে প্রতারণা, ভুয়া সাইট থেকে সতর্ক থাকার আহ্বান

স্টার সিনেপ্লেক্সে সিনেমার টিকেট অনলাইনে কিনতে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দর্শক। বিষয়টি নিয়ে দর্শকদের সতর্ক করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নাম ব্যবহার করে বিভিন্ন অনলাইন গ্রুপ, ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট তৈরি করে ভুয়া টিকেট বিক্রি করছে একটি চক্র। এসব প্ল্যাটফর্ম থেকে টিকেট কিনে অনেক দর্শকই হলে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন।

সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না আমাদের কোনো দর্শক এমন প্রতারণার শিকার হোক। তাই সবাইকে অনুরোধ করব অননুমোদিত সাইট, পেইজ বা গ্রুপ থেকে টিকেট কিনবেন না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন