একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনয়শিল্পী আবুল হায়াত। তার পরিবারকে বলা হয় শিল্পী পরিবার। ছয় দশকের বেশি সময় ধরে তিনি বিরামহীনভাবে পথ চলছেন অভিনয়ে। একজন নাট্যকারও তিনি। প্রচুর নাটক পরিচালনা করেছেন। নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে ছিলেন বহু বছর। মঞ্চে একসময় সাড়া জাগানো নাটকে অভিনয় করেছেন।
এখনো অভিনয়ে সরব আছেন গুণী অভিনেতা আবুল হায়াত। এবারের ঈদের জন্যও একটি নাটক পরিচালনা করেছেন। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন বর্ষীয়ান এই অভিনেতা।
ঈদের জন্য একটি নাটক পরিচালনা করেছেন। এই বিষয়টি নিয়ে বলুন...
আবুল হায়াত: রাবেয়া খাতুনের গল্প নিয়ে একটি নাটক পরিচালনা করেছি। নাটকের নাম লেখক। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছি। আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ, বিজরী বিরকতউল্লাহ, শাহেদ আলীসহ অনেকে।
সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারে আজীবন সম্মান পেয়েছেন। কেমন লাগছে?
আবুল হায়াত: সম্মান পেলে ভালো লাগে। পুরস্কার ও সম্মান এক ধরনের ভালোবাসাও বটে। শেষ বয়সে বড় স্বীকৃতি আনন্দ দেয়। যারা পুরস্কার দিয়েছেন তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। দর্শকদের জন্যই আজকের আমি, তাদের প্রতি ভালোবাসা।
বর্ণাঢ্য অভিনয়জীবন আপনার। তারপরও না পাওয়ার বিষয়টি কাজ করে কি?
আবুল হায়াত: অপূর্ণতা মাঝে মাঝে কাজ করে। একজন শিল্পী মনে করে আরও ভালো ভালো কাজ করতে পারবে। মনের ভেতর এক ধরনের ক্ষুধা কাজ করে ভালো কাজের। একজন শিল্পী যদি সব পেয়ে যায়, তাহলে ভালো কাজের আকাঙ্ক্ষা কমে যায়। আমার জীবনে কখনোই মনে হয়নি অপূর্ণতা আছে। সৃষ্টিকর্তার রহমতে অনেক পেয়েছি। এত এত মানুষের ভালোবাসা এই জীবনে পেয়েছি, তা অনেক। যেমন: এই জীবন নিয়ে আমি পরিপূর্ণ তৃপ্ত আছি। কিন্তু, শিল্পীজীবনে কিছু কাজ মনে হয় বাকি রয়ে গেছে।