You have reached your daily news limit

Please log in to continue


৮ বছর পর সেরা দশ থেকে ছিটকে গেলেন বাবর

৮ বছর পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষ ১০ ব্যাটারের তালিকা থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানের তারকা বাবর আজম। তিন ধাপ নিচে নেমে এখন ১২তম স্থানে রয়েছেন ডানহাতি এ ব্যাটার। বর্তমানে সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের ঠিক ওপরে অবস্থান করছেন তিনি।

এ বছর নতুন অধিনায়ক সালমান আঘার নেতৃত্বে ঘোষিত পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাবর ও রিজওয়ান উভয়কেই বাদ দেওয়া হয়েছিল।

বাবরের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ছিল জানুয়ারিতে। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি অর্ধশতক করেছিলেন তিনি। তবে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম তিন ইনিংসে এক অঙ্কে আউট হন।

সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৩৬.০০ গড়ে ২৮৮ রান করেন বাবর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এই আসরে তিনটি হাফসেঞ্চুরি এবং ১২৮.৫৭ স্ট্রাইক রেট ছিল বাবরের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন