You have reached your daily news limit

Please log in to continue


বিনা মূল্যের লবণে স্বস্তি চামড়া ব্যবসায়ীদের

আসন্ন কোরবানির ঈদে চট্টগ্রামে ৪ লাখ চামড়া সংগ্রহের আশা করছেন ব্যবসায়ীরা। কাঁচা চামড়ার দাম কিছুটা বৃদ্ধি ও সরকারের বিনা মূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহে এবারে চামড়া সংগ্রহে কিছুটা স্বস্তি মিলবে বলে জানিয়েছেন তাঁরা।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন জানান, গত বছর কোরবানির ঈদে প্রায় ৩ লাখ ৬১ হাজার পশুর চামড়া সংগ্রহ হয়েছিল। এর মধ্যে ২ লাখ ৯৭ হাজার ১৫০টি ছিল গরুর চামড়া। তিনি বলেন, ‘এবারের ঈদে আমরা ৪ লাখ চামড়া সংগ্রহের টার্গেট করেছি।’

মুসলিম উদ্দিন বলেন, ‘ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা পাওনাসহ নানা কারণে চট্টগ্রামে আড়তদারের সংখ্যা কমে গেছে। আগে প্রায় ২৫০ জন আড়তদার চামড়া সংগ্রহ করতেন। গত কয়েক বছরে তা কমতে কমতে ২০-৩০ জনে দাঁড়িয়েছে। এত অল্প আড়তদারের পক্ষে বেশি চামড়া সংগ্রহ করা সম্ভব নয়।

গত বছরের তুলনায় লবণের দাম কম থাকায় এবং জেলা পর্যায়ে (মাদ্রাসা ও এতিমখানায়) সরকার বিনা মূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করায় অনেকটা স্বস্তিতে থাকার কথা বললেন আড়াতদার সমিতির এই নেতা।

চট্টগ্রামের একমাত্র ট্যানারি রিফ লেদার লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড সেলস) মোখলেসুর রহমান বলেন, কয়েক বছর ধরে চট্টগ্রামসহ সারা দেশে চামড়া শিল্পে ভালো ব্যবসা যাচ্ছে না। সারা বছরের মোট সিংহভাগ চামড়াই সংগ্রহ হয় কোরবানির ঈদে। কিন্তু এই চামড়া শিল্পের দুর্দিনে অনেকেই ব্যবসা ছেড়ে চলে যাচ্ছেন। ফলে এই অবস্থায় শিল্পটিকে বাঁচাতে শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উদ্যোগ নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন