You have reached your daily news limit

Please log in to continue


‘গতানুগতিক’ বাজেটে মধ্যবিত্তের ওপর করের চাপ

বছর কয়েক ধরে নানা টানাপড়েনে চাপে থাকা মানুষ সংস্কারের পথ ধরে হালকা হওয়ার আশা করেছিল; তবে ইতিহাস গড়ে অর্থ উপদেষ্টার ব্যয় কমানোর প্রথম বাজেট তাদের আশাহত করল।

মূল্যস্ফীতির উত্তাপ থেকে মুক্তির উপায় তো তারা দেখতে পেলেন না; উল্টো মধ্যবিত্তের ওপর বাড়ল বাড়তি করের চাপ।

ব্যবসাকে সহজ করতে কর কাঠামোর শর্ত শিথিলসহ একগুচ্ছ পদক্ষেপে বৈষম্য ঘোচানোর কথা বলা হলেও রাজনৈতিক অস্থিরতা থেকে অর্থনীতিকে টেনে তোলার দিক নির্দেশনা মিলল না।

সোমবার বিকালে টেলিভিশনের মাধ্যমে দেশের ৫৫তম বাজেট দিতে এসে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের যে হিসাব-নিকাশ মেলালেন, তাতে দেখা গেল সংযত ভাব। তবে সংস্কারের প্রত্যাশা পূরণে জোরালো পদক্ষেপ দেখতে পেলেন না বিশ্লেষকরা। বিপরীতে সমালোচনা সইতে হল অতীতের ছাঁচে ফেলে গতানুগতিক বাজেট দেওয়ার জন্য।

বিগত আমলের অপশাসন ও দুর্নীতি থেকে মুক্ত হয়ে নতুন দেশ গড়ার আশার বাণী শুনিয়েছেন সাবেক গভর্নর সালেহউদ্দিন। আগেরবারের ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’র বদলে তার প্রথম বাজেটে ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’ ঘোষণা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন