
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের খালাসের রায়ে ঢাবিতে বিক্ষোভ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আদালতের রায়ে মুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ-মিছিল হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে ঢাবির মধুর ক্যানটিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, শাহবাগ মোড় ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বামপন্থী ছাত্রসংগঠনসমূহ (গণতান্ত্রিক ছাত্র জোট) এর আয়োজন করে।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আজ সকালে খালাস দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দেন। সেই সঙ্গে অন্য কোনো মামলা না থাকলে তাঁকে অবিলম্বে মুক্তিরও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
খালাসের রায়ের ঘোষণার পরপরই ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ ও বিক্ষোভ-মিছিল আহ্বান করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। পরে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বামপন্থী ছাত্রসংগঠনসমূহ (গণতান্ত্রিক ছাত্র জোট) বিকেল ৪টার দিকে বিক্ষোভ-মিছিল ঘোষণা করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিক্ষোভ মিছিল