
অ্যাপল, গুগল ও ফেসবুকসহ ছয় প্ল্যাটফর্মের ১৮ কোটি ৪০ লাখ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস
গুগল, মাইক্রোসফট, অ্যাপল, ফেসবুক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ নানা জনপ্রিয় সেবার ১৮৪ মিলিয়ন বা ১৮ কোটি ৪০ লাখের বেশি অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে। বিশ্বজুড়ে যখন সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, তখনই সামনে এল এই বিপুল পরিমাণ তথ্য ফাঁসের চাঞ্চল্যকর ঘটনা।
সাইবার নিরাপত্তা গবেষক জেরেমাইয়া ফাউলার গত বৃহস্পতিবার তথ্য ফাঁসের এ ঘটনা প্রকাশ করেন। তিনি বলেন, অনলাইনে একটি উন্মুক্ত ডাটাবেজে এসব তথ্য সংরক্ষিত ছিল—যার মধ্যে রয়েছে ইমেইল, ইউজারনেম, পাসওয়ার্ড এবং ওয়েবসাইটের ইউআরএল। এসব তথ্যের অধিকাংশই সংরক্ষিত ছিল প্লেইন টেক্সটে, অর্থাৎ কোনো ধরনের এনক্রিপশন বা নিরাপত্তা ছাড়াই।
ফাউলারের ভাষ্য অনুযায়ী, এসব তথ্য একধরনের ইনফোস্টিলার ম্যালওয়্যারের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এ ধরনের ম্যালওয়্যার ব্যবহার করে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় এবং পরে সেগুলো ডার্ক ওয়েবে বিক্রি করে বা সরাসরি হ্যাকিংয়ে ব্যবহার করে।
ফাউলার জানান, তিনি হোস্টিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ডাটাবেজটি সরিয়ে ফেলতে সক্ষম হন। তবে হোস্টিং প্রতিষ্ঠানটি ডাটাবেসের প্রকৃত মালিকের পরিচয় জানায়নি। ফলে এটি দুর্ঘটনাবশত উন্মুক্ত হয়েছে, নাকি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।