
সাম্য হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদ সম্মেলনে আসছেন বলে এক বার্তায় জানানো হয়েছে।
সাম্য হত্যা মামলায় রোববার পাঁচজনকে গ্রেপ্তার করে ডিএমপির বিশেষ শাখা (ডিবি), যাদের মধ্যে তিনজনকে পরদিন রিমান্ডে পেয়েছে পুলিশ। ওই তিনজন হলেন- সোহাগ, হৃদয় ইসলাম ও রবিন।
পুলিশ জানিয়েছে, সেদিন সুজন সরকার নামে আরেক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। আর রিপন নামে গ্রেপ্তার আরেকজন আদালতে দোষ ‘স্বীকার করে’ জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় সোমবার পর্যন্ত সর্বমোট আট আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গত ১৩ মে ঘটনার রাতেই তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিক নামের তিনজনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলনে আসার বার্তায় ডিবির হাতে আটজনকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যার রহস্য উদঘাটন