You have reached your daily news limit

Please log in to continue


সাকিবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি বিসিবির

এই মুহূর্তে সাকিব আল হাসানের দেশে এসে খেলার মতো পরিবেশ-পরিস্থিতি নেই। এটা সবারই জানা। তাই দেশের বাইরেই ভরসা। সেখানে আবার খেলতে সাকিবের আপত্তি। শুরুতে সে আপত্তির কথা জানালেও পরের দিকে সাকিব যখন দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলতে চাইলেন, তখন আবার বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা।

সবমিলিয়ে সাকিবকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোলার সাকিবকে না পেয়ে শুধু ব্যাটার হিসেবে তাকে খেলানো কতটা যুক্তিযুক্ত হবে, ব্যাটার সাকিব দলকে কী দিতে পারবেন? সে প্রশ্নটা উঠে আসে। ফলে সাকিবের আর জাতীয় দলে ফেরা হয়নি।

শেষ খবর, বোলিং অ্যাকশন ত্রুটি শুধরে পাকিস্তানের সুপার লিগ পিএসএল খেললেন সাকিব। এদিকে পাকিস্তানের মাটিতেই তাদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগাররা। আগামী পরশু ২৮ মে লাহোরে প্রথম ম্যাচ বাংলাদেশের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন