দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ-সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন কলঙ্কে পরিণত হবে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,‘নির্বাচন দ্রুত দিতে হবে—এটা কথা হতে পারে না; বরং, কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ-সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু-স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান–পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। সেটি আমরা আমাদের জায়গা থেকে চাইতে পারি না।’
আজ সোমবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা শহরে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় সারজিস আলম এ কথাগুলো বলেন। নীলফামারীর ছয় উপজেলায় এনসিপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ডোমার থেকে শুরু করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।