বিএনপি-জামায়াতের সঙ্গে দূরত্ব স্পষ্ট হচ্ছে এনসিপির

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১১:০৪

জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমে সরকার পতনের মাধ্যমে ঐক্যের বার্তা দিয়েছিল তৎকালীন আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো। ঐকমত্যের পথেই হাঁটছিল তারা। সম্প্রতি রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি মন্তব্যে সেই ঐক্যে এখন বিভেদ বেশ স্পষ্ট। বিশেষ করে বিএনপি ও জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দূরত্ব গত কয়েক দিনে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।


এনসিপি নেতারা বলছেন, বিগত সময়ে রাজনৈতিক স্বাধীনতা না থাকায় সেভাবে সমালোচনা করার সুযোগ ছিল না। অভ্যুত্থান পরবর্তীসময়ে সেই সুযোগ তৈরি হয়েছে। এতে আপাতদৃষ্টিতে দূরত্ব মনে হলেও সেটি দূরত্ব নয়। যদিও কেউ কেউ এটাকেই দূরত্ব বলছেন।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের দায়িত্ব নেওয়া-না নেওয়া নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এতে দুই দলের নেতারাই পাল্টাপাল্টি মন্তব্য করতে থাকেন। ইশরাকের অনুসারীরা ঢাকাবাসীকে নিয়ে টানা কয়েকদিন সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। এরপর এনসিপি নেতাকর্মীরা অনেকটা পাল্টা কর্মসূচি হিসেবে বর্তমান নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে কমিশন বাতিল ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে দলটি। এতে দূরত্ব আরও স্পষ্ট হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও