দুর্নীতি কমাতে ও স্বচ্ছতা বাড়াতে সরকারি ক্রয় আইন সংশোধন

ডেইলি স্টার প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০৯:৩০

দরপত্রের মূল্যসীমা বাতিল, সব ধরনের সরকারি ক্রয়ের জন্য ই-জিপি বাধ্যতামূলক করা ও এনজিওগুলোকে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দিয়ে সরকারের ক্রয় আইন সংশোধন করা হচ্ছে।


'পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৫' শীর্ষক নতুন আইনে প্রকল্প বাজেটে দরপত্রের দাম সরকারের প্রাক্কলনের তুলনায় সর্বোচ্চ ১০ শতাংশ কম বা বেশি হারে পরিবর্তনের বিধান তুলে নেওয়া হয়েছে।


বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষের (বিপিপিএ) পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রকল্প খরচ বেড়ে যাওয়া রোধ ও বাস্তবায়নের সময় খরচের হেরফের এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।'


প্রতি বছর জাতীয় বাজেটে প্রায় ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয় সরকারি ক্রয়ের জন্য।


তিনি আরও বলেন, '২০১৬ সালে পুরোনো পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮-এ দরপত্রের মূল্যসীমা প্রচলন করা হয়। পরে পেশাগত উদ্বেগের কারণে তা তুলে নেওয়া হয়।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও