
আলোচনার শেষদিন আজ: শুল্ক কমাবে যুক্তরাষ্ট্র, আশা বাণিজ্য সচিবের
যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার (২৯ জুলাই)। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আলোচনার শেষদিন আজ বৃহস্পতিবার (৩১ জুলাই)।
আগের দুই দফা বৈঠকে নানা ইস্যুতে দু’পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে পাল্টা শুল্ক কমানোর বিষয়ে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আজকের আলোচনা শেষে উভয়পক্ষ যৌথভাবে এ বিষয়ে ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।
এদিকে, শুল্ক কমানো হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আশা করছি।
ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) প্রথম ও দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়। শেষদিনের আলোচনাও একই সময়ে হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শুল্ক
- শুল্ক বৃদ্ধি