বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি ‘কিছুক্ষণের মধ্যে’ ফের শুরু, বললেন বাফুফে কর্মকর্তা

প্রথম আলো প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১৩:১০

বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। দেশের মাটিতে জাতীয় দলের খেলা, তাতে আবার হামজা চৌধুরী, শমিত সোমদের মাঠে দেখার সুযোগ—সব মিলিয়ে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে টিকিটের চাহিদা আকাশচুম্বী।


শনিবার রাত ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় ওয়েবসাইট Tickify.live-এ। কিন্তু বিক্রির শুরুতেই দেখা দেয় জটিলতা। ওয়েবসাইটে ঢুকে বেশির ভাগ দর্শকই পরের ধাপে যেতে পারেননি। কাউকে আবার ঢুকতেই একাধিকবার চেষ্টা করতে হয়েছে। সবার একই অভিজ্ঞতা—সাদা পর্দায় ভেসে উঠেছে বার্তা: ‘503 Service Temporarily Unavailable’।


বিষয়টি নিয়ে আজ সকালে প্রথম আলোর কথা হয় বাফুফের কমপিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসের সঙ্গে। তিনি নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘গত সারা রাত আমরা এ নিয়ে কাজ করেছি। এখনো করছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা আজ সকাল ১১টার দিকে বলেছে—অনলাইনে আবার টিকিট কেনা যাবে দ্রুতই, আর কিছুক্ষণের মধ্যে তারা টিকিট বিক্রি শুরু করবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও