
বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি ‘কিছুক্ষণের মধ্যে’ ফের শুরু, বললেন বাফুফে কর্মকর্তা
বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। দেশের মাটিতে জাতীয় দলের খেলা, তাতে আবার হামজা চৌধুরী, শমিত সোমদের মাঠে দেখার সুযোগ—সব মিলিয়ে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে টিকিটের চাহিদা আকাশচুম্বী।
শনিবার রাত ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় ওয়েবসাইট Tickify.live-এ। কিন্তু বিক্রির শুরুতেই দেখা দেয় জটিলতা। ওয়েবসাইটে ঢুকে বেশির ভাগ দর্শকই পরের ধাপে যেতে পারেননি। কাউকে আবার ঢুকতেই একাধিকবার চেষ্টা করতে হয়েছে। সবার একই অভিজ্ঞতা—সাদা পর্দায় ভেসে উঠেছে বার্তা: ‘503 Service Temporarily Unavailable’।
বিষয়টি নিয়ে আজ সকালে প্রথম আলোর কথা হয় বাফুফের কমপিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসের সঙ্গে। তিনি নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘গত সারা রাত আমরা এ নিয়ে কাজ করেছি। এখনো করছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা আজ সকাল ১১টার দিকে বলেছে—অনলাইনে আবার টিকিট কেনা যাবে দ্রুতই, আর কিছুক্ষণের মধ্যে তারা টিকিট বিক্রি শুরু করবে।’
- ট্যাগ:
- খেলা
- বাছাই পর্ব
- এশিয়ান কাপ