
ব্যক্তিগত ভিডিও ফাঁস, অদৃশ্য চক্রের থাবা: ‘নীলচক্রর’ ট্রেইলার যা দেখাচ্ছে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১২:৪৪
ভয়, লজ্জা, আতঙ্ক ও এক অন্ধকার সময়ের গল্প নিয়ে এবারের ঈদে আসছে আরিফিন শুভর সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’।
প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে, একের পর এক ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে। তাতে আতঙ্ক ও আত্মহত্যা বেড়ে যাচ্ছে।
আর আরিফিন শুভ নেমেছেন এই ঘটনার পেছনে মূলহোতা কে খুঁজে বের করতে।
সিনেমাটি নিয়ে পরিচালক মিঠু খান বলেন, “আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা উঠে এসেছে সিনেমায়। বাংলা সিনেমায় এর আগে এমন সাহসী ও সময়োপযোগী প্লট নিয়ে কাজ হয়েছে বলে আমার মনে পড়ে না।”
সিনেমার চিত্রনাট্য করেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা।