‘দুর্বল কর্তৃত্বের’ সঙ্গে সন্দেহ ও বিভাজন, সংকটে রাজনীতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০৮:৫৬

মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডোর’, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া এবং জাতীয় নির্বাচনের দাবি নিয়ে বিতর্কের মধ্যে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি মাঠে নামার ঘটনায় গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে নতুন সঙ্কটের ঝুঁকি দৃশ্যমান।


‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাপ্রধানের বক্তব্যের খবর সংবাদামাধ্যমে আসার পর প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনার’ ঘটনায় সরকারের কর্তৃত্বের প্রশ্নটিও সামনে আসছে।


পরিস্থিতি বিচার করে রাজনীতির বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে বক্তব্য দিচ্ছেন, তাতে মোটা দাগে সরকারের দুর্বল কর্তৃত্ব, সংস্কার ও নির্বাচন নিয়ে সন্দেহ, অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে অনৈক্যকে নতুন এই সংকটের জন্য দায়ী করা হচ্ছে।


গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের অনুরোধে তিনদিন পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে ফ্রান্স থেকে ছুটে আসেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও