
ভারতের এক ক্রিকেটারের বিরুদ্ধে আরেক ক্রিকেটারের টাকা চুরির অভিযোগ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ২০:২৫
ভারতীয় নারী ক্রিকেট দলের সদস্য দীপ্তি শর্মা আরেক সতীর্থের বিরুদ্ধে নগদ টাকা এবং গয়না চুরির অভিযোগ এনেছেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন দীপ্তি শর্মা।
দীপ্তি অভিযোগ করেছেন তারই রাজ্য উত্তরপ্রদেশ এবং প্রমিলা প্রিমিয়ার লিগ দলের সতীর্থ আরুষি গোয়েলের বিরুদ্ধে।
আগরায় দীপ্তির ফ্ল্যাটে ঢুকে গয়না, ২ লাখ টাকার বিদেশি মুদ্রা এবং দামি জিনিসপত্র আরুষি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আলাদা করে আরুষিকে ২৫ লাখ টাকাও দীপ্তি দিয়েছিলেন। এই অভিযোগ নিয়ে আরুষি কোনও মন্তব্য করেননি।
- ট্যাগ:
- খেলা
- ভারতীয় ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটার