
দৌড় নয়, কচ্ছপের স্থির পদক্ষেপই এনে দেয় সাফল্য
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১৬:৪৯
প্রত্যেক বছর ২৩ মে পালিত হয় বিশ্ব কচ্ছপ দিবস। এই দিনটি মূলত কচ্ছপ এবং অন্যান্য সরীসৃপ প্রজাতির সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্দেশ্যে পালন করা হয়। ২০০০ সালে আমেরিকার সংগঠন ‘আমেরিকান টরটয়েস রেসকিউ’ এই দিনটির সূচনা করে। তাদের লক্ষ্য ছিল মানুষের মাঝে কচ্ছপদের জীববৈচিত্র্য ও তাদের বিপন্নতার প্রসঙ্গে আলোড়ন তোলা। তবে এই দিবসটি শুধু একটি প্রাণীর রক্ষার ডাক নয়, এটি আমাদের জীবনের জন্যও এক অনন্য দর্শন তুলে ধরে।
আমরা ছোটবেলায় সবাই পড়েছি সেই বিখ্যাত গল্প...খরগোশ ও কচ্ছপের দৌড়। একদিকে গতি, অন্যদিকে ধৈর্য; একদিকে আত্মতৃপ্তি, অন্যদিকে একাগ্রতা। এই গল্পটি আজও শুধু শিশুদের মনোরঞ্জনের জন্য নয়, বরং জীবনের এক বাস্তব রূপক হয়ে আছে। এই দৌড়ের গল্পে যেমন কচ্ছপ জেতে ধৈর্য, অবিচলতা আর একনিষ্ঠ প্রচেষ্টায়, তেমনি বাস্তব জীবনেও এই গুণগুলো সফলতার চাবিকাঠি হয়ে ওঠে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল