You have reached your daily news limit

Please log in to continue


চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’

যুক্তরাষ্ট্রের বাসিন্দা আনিয়া বানাখ, একজন গলফ খেলোয়াড়। তিনি একটি বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দেখতেন। নিজ দেশের আরেকজন গলফ খেলোয়াড়কে দেখে তিনি বুঝে যান, নিজের স্বপ্ন পূরণ করতে হলে তাঁকে ঠিক কী করতে হবে। যেমন ভাবনা, তেমন কাজ।

২০২৪ সালের ৯ নভেম্বর ক্যালিফোর্নিয়ার কার্লসব্যাড শহরে আনিয়া বসে যান তাঁর বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন পূরণে। সেদিন নিজের মাথা ও চুলের বেণিতে তিনি একে একে গুঁজে দেন ৭১১টি গলফ ‘টি’। এই গলফ ‘টি’ হলো গলফ বল রাখার ছোট স্ট্যান্ড বা খুঁটি।

আনিয়া বানাখের বয়স ৪৫ বছর। তাঁর বন্ধুরা ৪৭ মিনিট ধরে কাঠের গলফ টিগুলো আনিয়ার চুলে গুঁজে দেন। এত দিনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে আনিয়া বলেন, ‘আমি সব সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে জায়গা পাওয়ার স্বপ্ন দেখেছি। এটা একেবারেই আমার নিজস্ব স্বপ্ন ছিল। আমি গলফ খেলা ঘিরে কিছু একটা করতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল, এটা দারুণ একটা আইডিয়া হবে।’

আনিয়ার এই রেকর্ড গড়ার অনুপ্রেরণা ছিলেন জোয়েল স্ট্রাসার। একাধিক বস্তু দাড়িতে গুঁজে রাখার বেশ কয়েকটি রেকর্ডের মালিক তিনি। আনিয়া বলেন, ‘জোয়েল (স্ট্রাসার) নিঃসন্দেহে দাড়ি-সংক্রান্ত রেকর্ডে সর্বকালের সেরা একজন। আমি তাঁর ওই যাত্রা অনুসরণ করেছি। আর সত্যি বলতে, তাঁর অভিনব, সৃজনশীল আর মজার স্বভাব আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন