জুয়ায় হেরে ক্রিকেট বোর্ড থেকে সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৯:২৪

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে বড় অঙ্কের চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের আইপিএল জার্সি চুরি করা হয়েছে। এরই মধ্যে ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া জার্সিগুলো হরিয়ানার এক ব্যক্তিকে বিক্রি করার কথা স্বীকার করেছেন তিনি।


জানা গেছে, মুম্বাইয়ে অবস্থিত বিসিসিআইয়ের সদর দফতর থেকে আইপিএলের ২৬১টি জার্সি হারিয়ে যায়। সবগুলোই ২০২৫ সালের আইপিএলের। প্রতিটি জার্সির দাম প্রায় ২৫০০ টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি হয়েছে। বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গত ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ জানান বিসিসিআই কর্তারা।


অভিযোগের পর চুরির অভিযোগে ফারুক নামে এক নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করা হয়। গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনাটি নজরে আসে। গুদামঘরে রাখা জার্সির হিসাব না মেলায় সন্দেহ তৈরি হয়। বিসিসিআই কর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন। তাতে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তাকর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি ভরে গুদামঘর থেকে বেরিয়ে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও