
নট ইভেন হোয়াটসঅ্যাপ, ব্যাপারটা আসলে কী?
গোপনীয়তা বজায় রাখতে বরাবরই বিশেষ নজর রেখেছে মার্ক জুকার বার্গের সংস্থা হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত নানারকম ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। এনেছে একাধিক ফিচার, যা চ্যাট সুরক্ষিত করেছে। এবার নয়া প্রচার কৌশল ‘Not Even WhatsApp’ নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। জানেন ব্যাপারটা আসলে কী?
আট থেকে আশি বর্তমানে সকলেই সোশাল মিডিয়ায় সরগরম। দিনভর স্মার্টফোনেই থাকে বুঁদ সকলে। কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সব কিছুতেই ভরসা হোয়াটসঅ্যাপ। ফলে চ্যাট গোপন রাখাটাও অত্যন্ত প্রয়োজনীয়। তাই হোয়াটসঅ্যাপের গোপনীয়তা বৃদ্ধির লক্ষ্যে বরাবর কাজ করছে সংস্থাটি। এবার গোপনীয়তা কতটা জোরদার তা বোঝাতেই নয়া প্রচার কৌশল এনেছে হোয়াটসঅ্যাপ। তার নাম ‘Not Even WhatsApp’।
একটি ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে, এই মেসেজিং অ্যাপ ঠিক কতটা গোপনীয়তা বজায় রাখে। তাতে দেখা যায়, সবাই মেসেজ করছে, ভিডিও কল করছে, ব্যক্তিগত কথা বলছে, সবটাই ভীষণই ব্যক্তিগত। এসব মেসেজে এতটাই গোপনীয়তা বজায় থাকছে, যেন হোয়াটসঅ্যাপও কিছু জানতে পারছে না। সে কারণেই এই ক্যাম্পেনের নাম ‘Not Even WhatsApp’।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- চ্যাট
- হোয়াটসঅ্যাপ