You have reached your daily news limit

Please log in to continue


৬ সীমান্ত দিয়ে ১০৫ জনকে বিএসএফের পুশইন

দেশের ছয় জেলার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৩৯ জন, পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে ২১ জন, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জন, কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জন, মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭ জন এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করা হয়।

বুধবার (২১ মে) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব পুশইনের ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

ফেনী

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছে। আটককৃতরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে ৩৯ জনকে পুশইন করে বিএসএফ। একই সময় তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন