৬ জেলার সীমান্তে ১০৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২৫, ১৬:২৩

দেশের ছয় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ অন্তত ১০৫ জন জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও ফেনী জেলায় এসব ঘটনা ঘটে। পরে এই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বিজিবি।


বিজিবি জানিয়েছে, ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অধিকাংশই আগে থেকেই ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া চলছে।


পঞ্চগড়


পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে আজ ভোরে নারী, শিশুসহ ২১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাঁদের মধ্যে ১৪ জন শিশু-কিশোর, ৬ জন নারী ও ১ জন তরুণ।


লালমনিরহাট


পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে গতকাল গভীর রাতে ভারত থেকে ২০ জনকে ঠেলে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন নারী, ৭টি শিশু ও ২ জন পুরুষ।


মৌলভীবাজার


আজ ভোরে কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাঁদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩টি শিশু। পরে আজ সকালে উপজেলার তুতবাড়ি বাজার এলাকা থেকে তাঁদের আটক করে বিএসএফ।


ফেনী


ফেনীর ফুলগাজীসহ বিভিন্ন সীমান্ত দিয়ে গতকাল মধ্যরাতের পর থেকে আজ ভোর পর্যন্ত ৩৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। ফেনী সীমান্তের দায়িত্বরত বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়ন ও বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়ন তাঁদের আটক করে।


কুমিল্লা


কুমিল্লার সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। আজ ভোর ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ, শিশুসহ ওই ১৩ জনকে আটক করে বিজিবি। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেছেন।


খাগড়াছড়ি


খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে শিশুসহ পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরের দিকে তাঁদের আটক করে বিজিবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও