
‘করিডর’ নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, হবেও না: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ মে ২০২৫, ১৭:৫৪
মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘জাতিসংঘ করিডর’ স্থাপনের কথা ‘গুজব ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘করিডর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো কথা হয়নি, কারও সঙ্গে কথা হবেও না।’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ‘করিডর’ ধারণার ব্যাখ্যা করে বলেন, এটি সাধারণত জরুরি পরিস্থিতিতে দুর্যোগপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার একটি ব্যবস্থা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাখাইন থেকে কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আরাকানে অন্যান্য সরবরাহ রুট দিয়ে মানবিক সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাই জাতিসংঘ কেবল বাংলাদেশের কাছে অনুরোধ করেছে, সীমান্ত কাছাকাছি হওয়ায় ত্রাণগুলো ওপারে নিয়ে যেতে বাংলাদেশ যেন সহায়তা করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুজব
- গুজব ছড়ানো