রেমিটেন্সের ওপর ট্রাম্পের কর প্রস্তাব, বড় ধাক্কার মুখে বাংলাদেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৮:০৭

যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে কর বসাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে আইন প্রস্তাব করেছেন, তা পাস হলে বাংলাদেশের রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা।


তাদের মতে, এ ক্ষেত্রে হুন্ডির মতো অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হতে পারেন প্রবাসীরা, যা রিজার্ভের জন্য বড় ধাক্কার কারণ হবে।


ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেমিটেন্সের ওপর কর বসিয়ে ট্রাম্প প্রশাসন আইন করলে প্রবাসীদের অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। তাতে ‘অনানুষ্ঠানিক উপায়ে’ দেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়ে যাবে।


“গত কিছুদিনে রেমিটেন্সের প্রবাহ তুলনামূলকভাবে ভালোই বেড়েছে, যা এ মুহূর্তের অর্থনীতির জন্য দরকার। তাছাড়া ডলার বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে এই নতুন আইন পাস হলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রভাব পড়বে।


“ব্যাংকিং চ্যানেলে বাড়তি ৫ শতাংশ কর আরোপ হলে তো তখন অনেকেই পাঠাবেন না। বিকল্প হিসেবে হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠাবে। তাতে প্রভাব পড়বে বাংলাদেশের রিজার্ভের ওপর। কারণ মাঝে রেমিটেন্স আসা কমেছিল। তখন হুন্ডিতে এসব রেমিটেন্স আসছিল বলে আমরা বিভিন্ন সোর্স থেকে খবর পেতাম।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও