একমাসে সারাদেশে গ্রেপ্তার ৪৮,৪০০

ডেইলি স্টার প্রকাশিত: ২০ মে ২০২৫, ১৬:৩৮

গত একমাসে সারাদেশে ৪৮ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ, গড়ে দৈনিক গ্রেপ্তার হয়েছে প্রায় এক হাজার ৫৬০ জন।


পুলিশ সদর দপ্তরের এ তথ্য অনুযায়ী গত ১৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৩১ দিনে গ্রেপ্তারের দৈনিক গড় 'অপারেশন ডেভিল হান্ট'র চেয়েও বেশি। ওই অভিযানে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।


এই সময়কালে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে গত ১০ মে—দুই হাজার ৭৭১ জন। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার দুই দিন পর থেকে গ্রেপ্তারের সংখ্যা বাড়তে থাকে।


জুলাই গণঅভ্যূত্থানে হত্যা, মানবতাবিরোধী অপরাধসহ নানা অভিযোগে ১২ মে আওয়ামী লীগ এবং এর সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে তৎপর হয় এবং সাবেক সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের গ্রেপ্তার করে।


পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন) শাহজাদা মো. আসাদুজজামান দ্য ডেইলি স্টারকে জানান, কোনো বিশেষ কারনে নয়, বরং পুলিশের সক্রিয়তার কারণে গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও