বৈশ্বিক মহামারী চুক্তির পক্ষে ভোট বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যদের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ মে ২০২৫, ১৩:১৮

বিশ্বব্যাপী মহামারী মোকাবেলার প্রস্তুতি আরও উন্নত করতে বৈশ্বিক একটি চুক্তির পক্ষে সমর্থন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যরা।


সোমবার বিশ্ব স্বাস্থ্য সমাবেশে স্লোভাকিয়া ভোটের আহ্বান জানানোর পর ১২৪টি দেশ চুক্তির পক্ষে জোরালো সমর্থন জানায়; যাকে সম্ভাব্য ‘যুগান্তকারী বৈশ্বিক চুক্তি’ বলে অভিহিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।


কোভিড-১৯ টিকা নিয়ে সন্দেহবাদী স্লোভাকিয়া প্রধানমন্ত্রী চুক্তিটি গ্রহণ করার পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটের দাবি করেন। কোনো দেশ চুক্তির বিপক্ষে অবস্থান নেয়নি, কিন্তু রাশিয়া, ইতালি, পোল্যান্ড, ইরান, ইসরায়েল ও স্লোভাকিয়াসহ ১১টি দেশ ভোটদানে বিরত থাকে।


ভোটের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, “সারা বিশ্বের সরকারগুলো তাদের দেশ ও আমাদের পরস্পর সংযুক্ত বৈশ্বিক সমাজগুলোকে রোগজীবাণু ও মহামারী সৃষ্টিতে সক্ষম ভাইরাসের হুমকি থেকে আরও সমতাপূর্ণ, স্বাস্থ্যকর ও নিরাপদ করে গড়ে তুলছে।”


কোভিড-১৯ মহামারী থেকে হওয়া অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি করা এই খসড়া চুক্তিটি মঙ্গলবার জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ণাঙ্গ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। এই চুক্তিটিতে ওষুধ বা টিকা এবং স্বাস্থ্য সরঞ্জাম তৈরির ক্ষেত্রে কাঠামোগত বৈষম্যকে তুলে ধরে এর সমাধানের কথা বলা হয়েছে। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত চলা কোভিড-১৯ মহামারীতে বিশ্বজুড়ে ৭০ লাখেরও বেশি মানুষের নিশ্চিত মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও