পিএসএল প্লেঅফে সাকিব-মিরাজদের প্রতিপক্ষ কারা?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ মে ২০২৫, ১৩:০৫

ইসলামাবাদের ৭৯ রানের বড় এক জয়ে শেষ হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–এর লিগ পর্বের খেলা। করাচি কিংসকে গতকালের ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে ইসলামাবাদ নিশ্চিত করেছে পিএসএলের এবারের আসরে লিগ পর্বে শীর্ষ দুইয়ে থাকছে তারা। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে প্লে-অফের লাইনআপও। 


এবারের পিএসএলের প্লে-অফে যাচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস এবং লাহোর কালান্দার্স। পিএসএল ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অফ মিস করছে পেশোয়ার জালমি। আর এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জা নিয়ে সবার আগে বিদায় নিয়েছে মুলতান সুলতানস। 


প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে শীর্ষ দুইয়ে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড। ২১ মে তারিখে হবে সেই ম্যাচ। পরদিন ২২ তারিখ এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের লাহোর কালান্দার্স। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ করাচি কিংস। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও