সাহসী সন্তানদের সম্মান ও নিরাপত্তা দিতে হবে

ইতিহাসের গৌরব ও বর্তমান সংকট : জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ছিল নিপীড়ন, দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে এক অনন্য প্রতিরোধ। এই তরুণ ছাত্ররা নিজেদের জীবনকে তুচ্ছ করে দেশ ও জাতির মুক্তির জন্য লড়াই করেছেন। কিন্তু দুঃখজনকভাবে, আজ কিছু মহল তাদের সংগ্রামের গুরুত্ব কমিয়ে দেখানোর অপচেষ্টায় লিপ্ত।


বিভিন্নভাবে তাদের বিতর্কিত করার চেষ্টা চলছে, তাদের ত্যাগকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং তাদের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে। এর চেয়েও শঙ্কার বিষয় হলো, এই সাহসী ছাত্রদের ব্যক্তিগত নিরাপত্তা আজ হুমকির মুখে। তাদের অনেকে এখনো সেই আন্দোলনের জন্য ভোগান্তির শিকার, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দেশের শত্রুরা সব সময়ই সক্রিয় থাকে জাতীয় ঐক্য বিনষ্ট করতে এবং বীরদের ইতিহাস মুছে ফেলতে। তাই এখনই সময়, জাতি হিসাবে আমাদের দায়িত্ব পালন করার-এই বিপ্লবী সন্তানদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও