
চলছে তৃতীয় দিনের কলম বিরতি, রাজস্ব কার্যক্রম স্থবির
নির্বাহী আদেশ আজ শনিবার সরকারি অফিস, আদালতের কার্যক্রম চালু থাকলেও তৃতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ১০টা থেকে শুরু হয় কলম বিরতি, চলবে বিকেল ৩টা পর্যন্ত।
অংশীজনদের মতামত উপেক্ষা করে জারি করা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী গত বুধবার থেকে আজ শনিবার পর্যন্ত তিন দিনের কলম বিরতি চলমান। দিনের কর্মসূচি শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
জানতে চাইলে এনবিআরের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, সাধারণত শনিবারে কাস্টমস ছাড়া এনবিআরের ট্যাক্স ও ভ্যাটের কার্যক্রম সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। তবে নির্বাহী আদেশে সব অফিস খোলা থাকায় আমাদের কার্যক্রম চলার কথা ছিল। কিন্তু, যৌক্তিক দাবি আদায়ে আমাদের ঘোষণা অনুযায়ী কলম বিরতি চলছে। তাই এনবিআরের সব কার্যক্রম এই সময়ে বন্ধ থাকবে।