-6826cec599219.jpg)
সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিলেন হাসনাত
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত বছরের জুলাই আগস্টে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপর অন্তর্বর্তী সরকারের কাছে ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম দাবি ছিল জুলাই ঘোষণাপত্র। তবে এরইমধ্যে ৯ মাস অতিবাহিত হলেও এখনো সেই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার।
সবশেষ গত ১০ মে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়াদের গণদাবীর মুখে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য আগামী ৩০ কার্যদিবসের কথা জানায় অন্তর্বর্তী সরকার। সেই সময়ের চারদিন এরইমধ্যে অতিবাহিত হয়ে গেছে। যা এবার মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলনের সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন হাসনাত। যেখানে ক্ষমতাচ্যুত হাসিনা ও তার দল আওয়ামী লীগের বর্বরতার কথা বলতে শোনা গেছে একজনকে। সেই ভিডিও শেয়ার দিয়েই সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিয়েছেন হাসনাত।