
নিজেদের মতো করে সমাজ তৈরি করবে এআই: গবেষণা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমকে একা ছেড়ে দিলে এরা নিজেদের মতো করে সমাজ তৈরি করতে শুরু করবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন এআই সিস্টেম যখন একে অপরের সঙ্গে যোগাযোগ করে তখন এরা নিজেরাই নিজেদের সংগঠিত করে ও নতুন ধরনের ভাষার নিয়ম তৈরি করে– ঠিক যেভাবে মানুষের সমাজে অতীতে ঘটেছে।
এ গবেষণায় চ্যাটজিপিটি বা এআই টুলের মতো বিভিন্ন ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা এলএলএম কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে বা মেশে তা বোঝার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা।
গবেষণার লক্ষ্য হচ্ছে, ভবিষ্যতে যখন ইন্টারনেটে অনেক এআই একসঙ্গে থাকবে তখন এরা একে অপরের সঙ্গে কীভাবে যোগাযোগ ও কথোপকথন করবে সেটাই বিজ্ঞানীরা বুঝতে চেয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
‘সিটি সেন্ট জর্জ’স’-এর পিএইচডি গবেষক ও এ গবেষণার প্রধান গবেষক অ্যারিয়েল ফ্লিন্ট অ্যাশেরি বলেছেন, “এখন পর্যন্ত বেশিরভাগ গবেষণায় বিভিন্ন এলএলএম’কে আলাদা করে দেখা হয়েছে। তবে বাস্তব দুনিয়ায় বিভিন্ন এআই সিস্টেমে অনেকগুলো এজেন্ট বা বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করবে ও একে অপরের সঙ্গে যোগাযোগও করবে।”