ফেসবুকে মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৪:২২

ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই। ফেসবুকের কিছু পোস্ট ডিলিট করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।


সহজ কিছু ধাপ অনুসরণ করে ফেসবুকে মুছে ফেলা পোস্ট সহজেই ফিরে পাওয়া যায়। ফেসবুকে কোনো পোস্ট মুছে ফেললেও সেটি সঙ্গে সঙ্গেই মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত তা জমা থাকে রিসাইকেল বিন নামের গোপন একটি ফোল্ডারে।


ডিলিট হয়ে যাওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে


১. স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।


২. এখন নিজের প্রোফাইল পেজ চালু করতে হবে। এ জন্য একদম বাম পাশে ওপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।


৩. প্রোফাইল পেজ চালু হলে ডান পাশে ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।


৪. মেনু থেকে ‘অ্যাক্টিভিটি লগ’ বাটনে ট্যাপ করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও