আইএসপিএবির নির্বাচন আগামীকাল, প্রশাসক চান না সদস্যরা

প্রথম আলো প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৮:৩২

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে আগামীকাল শনিবার। রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠেয় এ নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।


নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাতে বনানীর একটি হোটেলে নির্বাচনে অংশ নেওয়া ‘টিম ইউনাইটেড’ প্যানেল পরিচিতি সভার আয়োজন করে। অনুষ্ঠানে আইএসপিএবির সাবেক সভাপতি ও প্যানেল প্রধান আমিনুল হাকিম বলেন, ‘আজ এক সঙ্গে একই ছাদের নিচে প্রায় দুই শতাধিক সদস্য একত্র হয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে আমরা কেউই আইএসপিএবিতে প্রশাসক নিয়োগের পক্ষে নই। আমাদের সংগঠন আমরা আমাদের সদস্যদের নিয়েই চালাব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও