নর্দান বিশ্ববিদ্যালয় ‘দখলের চেষ্টা’, ইউজিসির ভূমিকা নিয়ে প্রশ্ন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২৫, ২১:০৩

বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয় দখল নিতে মরিয়া প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সাবেক কয়েকজন সদস্য। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের হুমকি-ধমকি দিয়েছেন। দখল ফিরে পেতে আবেদন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে। আবার বর্তমান ট্রাস্টিরাও বিশ্ববিদ্যালয়টি নিজেদের কব্জায় রাখতে মরিয়া।


সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়টি দখলে নিতে মরিয়া এক পক্ষ, অন্য পক্ষ কব্জায় রাখতে করছেন দৌড়ঝাঁপ। দুই পক্ষের এমন দ্বন্দ্বে এক সময়ের জনপ্রিয় এ বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।


দুই পক্ষের বিরোধ মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যথাযথ ভূমিকা জরুরি। অথচ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারককারী এ সংস্থাটির ভূমিকা নিয়ে উল্টো প্রশ্ন উঠেছে। দখল-কব্জার দ্বন্দ্বে ইউজিসির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ‘পক্ষপাতদুষ্ট’ হয়ে পড়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।


তবে পক্ষপাতদুষ্টতা থেকে বেরিয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে ফুল কমিশন সভা ডেকেছে ইউজিসি। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এ সভা শুরু হবে। অচলাবস্থা নিরসনে এ সভা থেকে নতুন সিদ্ধান্ত আসতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও