বাংলাদেশের বাজারে ‘এ৫এক্স’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে অপো। আইপি৬৫ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি ও ধুলাপ্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। শুধু তা–ই নয়, ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তি থাকায় ভেজা হাতেও স্বাচ্ছন্দ্যে ফোনটির স্পর্শনির্ভর পর্দা ব্যবহার করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৬৭ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর ফলে ফোনটিতে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। ড্রপ রেজিস্ট্যান্স প্রযুক্তিনির্ভর ফোনটি হাত থেকে পড়ে গেলেও ভাঙে না বা দাগ পড়ে না। ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়।