
বায়ুদূষণে বিপর্যস্ত বাগদাদ ও দিল্লি, বেড়েছে ঢাকাতেও
ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়ে গিয়েছে। গতকাল বুধবার ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে থাকলেও আজ সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে গিয়েছে। বৃষ্টি হলেও বাতাসে বেড়েছে ক্ষুদ্র কণা পিএম ২.৫ এর পরিমাণ।
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ডে দেখা যায়, ঢাকার বায়ুমান ১৬৩, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। অন্যদিকে গতকাল ঢাকার বায়ুমান ছিল ৯৯, যা সহনীয় বাতাসের নির্দেশক।
বায়ুদূষণ বেড়ে যাওয়ায় দূষিত শহরের তালিকায় ঢাকা ১৭তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে।
আজ দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে আছে ইরাকের বাগদাদ। শহরটির বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ বিপর্যয়কর অবস্থায় আছে। একিউআই সূচকে শহরটির বায়ুমান ১০৯২, যা বিপর্যয়কর বাতাসের নির্দেশক।
অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিও বাতাসে দূষণ বেড়ে বিপজ্জনক অবস্থায় আছে। সূচকে দেখা যায়, দিল্লির বায়ুমান আজ ৫৭১।