বিশ্ব যখন ক্রমেই ডিজিটাল এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে, তখন সাইবার অপরাধও দ্রুত ছড়িয়ে পড়ছে আরও জটিল ও বিপজ্জনক আকারে। এই সাইবার হুমকির সর্বশেষ সংযোজন হচ্ছে একটি ম্যালওয়্যার। যার নাম দেওয়া হয়েছে Dance Of The Hillary। এটি এমন এক ধরনের সাইবার আক্রমণের অস্ত্র, যা হ্যাকাররা বিশেষভাবে দক্ষিণ এশিয়ার নাগরিকদের টার্গেট করার জন্য ব্যবহার করছে।
Dance Of The Hillary একটি মারাত্মক ম্যালওয়্যার বা ভাইরাস। যা ভিডিও ফাইল, ডকুমেন্ট অথবা PDF আকারে ব্যবহারকারীর ডিভাইসে পৌঁছায়। মূলত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমেইল বা অন্যান্য মেসেজিং অ্যাপের মাধ্যমে এই ভাইরাস ছড়ানো হচ্ছে। ভাইরাসটি একবার চালু হলে এটি ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে, যার ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ব্যাংক ডিটেইলস, পাসওয়ার্ড ইত্যাদি হ্যাকারদের হাতে চলে যেতে পারে।
আক্রমণের কৌশল কীভাবে কাজ করে?
হ্যাকাররা এই ভাইরাসটি ছড়াতে সাধারণত কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করে-
- ভিডিও বা ডক ফাইল আকারে লুকিয়ে ভাইরাস পাঠানো হয়।
- ভুয়া চাকরির অফার, লোভনীয় ভিডিও অথবা ফাঁদ পাতা ই-মেইলের মাধ্যমে ভাইরাসটি পাঠানো হয়।
- ব্যবহারকারী মাত্র একবার ফাইলটি ওপেন করলেই, ভাইরাস সক্রিয় হয়ে যায় এবং ডিভাইসের ওপর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে।
- ডিভাইস থেকে তথ্য চুরি করে, এমনকি দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণও করতে পারে।