পঞ্চগড়ের রিয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সুযোগ পেয়েছেন। ফল প্রকাশের দিন ওয়েবসাইটে গিয়ে তিনি নিজের রোল নম্বর আর জন্মতারিখ দিয়ে লগইন করে খবরটা জেনেছিলেন।
এরপর বাবা-ছেলের মধ্যে কথা হয়। রিয়াদের বাবা (যিনি নিজেও একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন) স্মৃতিচারণা করে বলেছিলেন, তাঁদের সময়ে ভর্তি পরীক্ষার ফরম তুলতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে বাসে করে ঢাকায় যেতে হতো। সারা দিন লাইনে দাঁড়িয়ে ফরম সংগ্রহ করতে হতো। ফরম জমা দিতে হতো হাতে হাতে। আর ফি জমা দিতে দীর্ঘ সময় ব্যাংকের সামনে অপেক্ষা করতে হতো। শুধু যাতায়াত আর ঢাকায় থাকার খরচেই অনেক টাকার প্রয়োজন হতো।
এখন মুঠোফোনেই ভর্তি ফরম পূরণ করা যায়, ফি দেওয়া যায় অনলাইনে, প্রবেশপত্রও ঘরে বসে ডাউনলোড করা যায়। যাতায়াত নেই, লাইনে দাঁড়ানো নেই, বাড়তি খরচও নেই।