পাল্টা শুল্ক আরোপ নিয়ে দর-কষাকষি করতে বাংলাদেশ সরকারের কাছে লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর। তারা বলেছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে লিখিত প্রস্তাব পেলে আনুষ্ঠানিক দর-কষাকষি শুরু হবে।
বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ৭ মে লেখা এক চিঠিতে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এর আগে গত মাসে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য–ঘাটতি কমাতে পদক্ষেপ নেওয়া এবং আলোচনার আগ্রহের কথা জানিয়ে জেমিসন গ্রিয়ারকে চিঠি দিয়েছিলেন।
উপদেষ্টার সেই চিঠির উত্তরেই এই চিঠি দিয়েছেন জেমিসন গ্রিয়ার। গতকাল শনিবার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর থেকে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ গুরুত্ব সহকারে এই বিষয়ে কাজ করছে। সম্প্রতি আমাদের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র গিয়ে ইউএসটিআরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য–ঘাটতি কমাতে আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করছি। ইউএসটিআরের পক্ষ থেকে চিঠি পাওয়ার আগে থেকেই এই কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছিলাম। এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি খুব শিগগির আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য–ঘাটতি কমাতে আমাদের কর্মপরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রের ইউএসটিআরকে জানাতে পারব।’