
যুদ্ধের লাভ-ক্ষতি
ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের বাইরে। বাংলাদেশ এই যুদ্ধের কোনো অংশীদার না হলেও দেশের এমন কোনো অঞ্চল নেই, যেখানে গত কয়েক দিন ধরে যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে না। শুধু বাংলাদেশে নয়, এই যুদ্ধ নিয়ে আলোচনা চলছে দেশে দেশে। কী হবে যুদ্ধের পরিণতি, কতটুকু বিস্তৃত হবে এই যুদ্ধ, কত দিন চলতে পারে আর ফলাফল কী হতে পারে এসব নিয়ে সামরিক বিশ্লেষণ, রাজনৈতিক ভবিষ্যদ্বাণীতে প্রচারমাধ্যম সয়লাব। মানুষ পড়ছে, শুনছে, মতামত দিচ্ছে। এমনকি কেউ বাগ্বিত-াতেও জড়িয়ে পড়ছে। যুদ্ধটা একপাক্ষিক হচ্ছে না। হামলা এবং পাল্টাহামলা চলছে। ক্ষণে ক্ষণে রিপোর্ট পাল্টে যাচ্ছে। বাড়ছে হামলার সংখ্যা, আহত-নিহতদের সংখ্যা। একটা কথা আছে যে, যুদ্ধে সবচেয়ে আগে মৃত্যুবরণ করে সত্য।
ফলে কার রিপোর্ট যে সত্য, সেটা যাচাই করা মুশকিল। যুদ্ধরত উভয়পক্ষই তাদের সাফল্য প্রচার করতে থাকে এবং অপরপক্ষের ক্ষতির পরিমাণ বাড়িয়ে বলতে থাকে। তারপরও এই তথ্যের ভিত্তিতেই মানুষ আলোচনা করতে থাকেন। পাকিস্তানের হামলায় গতকাল পর্যন্ত ভারতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় আহত হয়েছেন প্রায় ৫৯ জন। অপরদিকে মঙ্গলবার রাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ শুরুর পর পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ৩২ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ।