You have reached your daily news limit

Please log in to continue


আফগান নারীদের শরণার্থী দল গঠনের অনুমোদন দিল ফিফা

আফগানিস্তানের নারীদের নিয়ে একটি শরণার্থী ফুটবল দল তৈরি করার অনুমোদন দিয়েছে ফিফা। এই দলটি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে অংশ নেবে।

ফিফা গতকাল শুক্রবার অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। বিদেশে শরণার্থী হিসেবে থাকা আফগান নারী খেলোয়াড়দের নিয়ে দলটি গঠিত হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে এটির কার্যক্রম চলবে, যা এই কর্মসূচির দীর্ঘমেয়াদী কার্যকারিতা নির্ধারণে ফিফাকে সাহায্য করবে।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই অনুমোদনকে 'যুগান্তকারী' একটি মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি যোগ করেছেন, 'ফিফা প্রতিটি নারীকে ফুটবল খেলার সুযোগ করে দিতে বদ্ধপরিকর।'

ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে হলে কোনো দলকে নিজ দেশের ফুটবল ফেডারেশনের স্বীকৃতি নিতে হয়। কিন্তু আফগানিস্তান ফুটবল ফেডারেশন (এএফএফ) তাদের কোনো নারী দলকে স্বীকৃতি দেয়নি। বরং দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার দেশজুড়ে নারীদের সব ধরনের খেলাধুলা বন্ধ করে দিয়েছে।

২০১৮ সালের পর থেকে আফগানিস্তানের কোনো নারী দল কোনো আনুষ্ঠানিক ম্যাচে খেলেনি। এই পরিস্থিতিতে ফিফার এমন উদ্যোগ দেশটির শরণার্থী নারী ফুটবলারদের নতুন আশার আলো দেখাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন