দেশের বড় অংশজুড়ে তাপপ্রবাহ, চলবে কয় দিন জানাল আবহাওয়া অফিস
দেশের উষ্ণতম মাস এপ্রিল এবার ততটা উষ্ণ ছিল না। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু গতকাল বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আজ দেশের বড় অংশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদেরা বলছেন, আজ দেশের যত অংশজুড়ে তাপের বিস্তার, তা চলতি বছরে দেখা যায়নি। আজ রাজধানীতেও প্রচণ্ড গরম পড়েছে। রাজধানীর আজকের তাপমাত্রা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, এমন তাপপ্রবাহ আরও অন্তত তিন দিন চলতে পারে যদি বায়ুপ্রবাহের বর্তমান গতিপ্রকৃতি একই রকম থাকে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।