বিদায়ের সিদ্ধান্ত এখনও নেই ধোনির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১১:২৬

“ভুলে গেলে চলবে না, আমার বয়স ৪৩…”, কথা প্রসঙ্গে মাহেন্দ্র সিং ধোনি নিজেই বললেন। শুনে সঞ্চালক দিপ দাস গুপ্ত বেশ এক চোট হেসে বললেন, “আমি কিন্তু এই প্রসঙ্গ তুলিনি…!” ধোনির অবসর বা বিদায়ের সম্ভাব্য সময়কালের ব্যাপারটি এতটাই স্পর্শকাতর যে, সবাই প্রসঙ্গটি তোলার ক্ষেত্রে সাবধানী। চেন্নাই সুপার কিংসের মহানায়ক এবার নিজেই জানালেন, বিদায় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি।


আইপিএলে বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচ শেষে নিজের এই ভাবনা জানার ধোনি। মৌসুমজুড়ে ধুঁকতে থাকা চেন্নাই এ দিন শেষ ওভারে জিতেছে দুই উইকেটে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির যা ১২ ম্যাচে স্রেফ তৃতীয় জয়।


ক্যারিয়ারের আরও অনেক ম্যাচের মতো এখানেও শেষ সময়ে ক্রিজে ছিলেন ধোনি। যদিও অতি সাবধানী ব্যাটিংয়ে কাজ একটু কঠিন করে ফেলেছিলেন তিনি। যে ম্যাচটি শেষ করা যেত একটু আগেই, সেই ম্যাচ গড়ায় শেষ ওভারে। চেন্নাইয়ের প্রয়োজন পড়ে ছয় বলে আট রানের। উইকেট বাকি দুটি।


ধোনি তখন খেলছেন ১৫ বলে ১০ রান করে। ছিল না কোনো বাউন্ডারি। শেষ ওভারের প্রথম বলটি ইয়র্কারের চেষ্টায় লো ফুল টস করে বসেন আন্দ্রে রাসেল। ধোনির ভেতরের সেই ফিনিশার সত্তা জেগে ওঠে। চাবুকের মতো চালিয়ে দেন ব্যাট। বল আছড়ে পড়ে গ্যালারিতে।


পরের বলে সিঙ্গল নেওয়ার সুযোগ থাকলেও নেননি ধোনি। তৃতীয় বলে দুই রান নেওয়ার চেষ্টা করলেও সিঙ্গলের বেশি নিতে পারেননি। স্ট্রাইকে তখন দশ নম্বরে নামা ব্যাটসম্যান আনশুল কাম্বোজ। খেলা তখন জমে ওঠার ইঙ্গিত। তবে চতুর্থ বলটি মিড অনের ওপর দিয়ে উড়িয়ে চার মেরে দেন কাম্বোজ। গ্যালারি থেকে ভেসে আসে উল্লাসের আওয়াজ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও