You have reached your daily news limit

Please log in to continue


ধোনির অবসর নিয়ে যা বললেন চেন্নাইয়ের মালিক

গত আইপিএলে খেলার সময় বাম হাঁটুর চোটে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই চোট নিয়েই খেলেন গোটা মৌসুম। তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। সফল আইপিএল শেষ করে আর দেরি করেননি ধোনি। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর হাঁটুতে অস্ত্রোপচার করান ক্যাপ্টেন কুল। অস্ত্রোপচারের পর আর মাঠে নামা হয়নি তার।

তবে আসন্ন মৌসুমের আগেই পুরো ফিট হয়ে ওঠবেন ধোনি। এবারের মৌসুমেও তার নেতৃত্বে খেলবে চেন্নাই। ধোনির চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী (সিইও) কাসি বিশ্বনাথ বলেন, 'এখন সে ভালো আছে। তার পুনবার্সন চলছে। জিমে কাজ করছে। সম্ভবত আর দিন দশেকের মধ্যে সে নেট  অনুশীলনও শুরু করবে।'

বয়স আর ফিটনেস বিবেচনায় ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন ধোনি। অনেকেরই ধারণা, আসন্ন আসর দিয়েই লম্বা আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ক্যাপ্টেন কুল। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল বিশ্বনাথকে। তবে সঠিক উওরটা তারও জানা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন