থামছে না ‘মব ভায়োলেন্স’, নেপথ্যে সুযোগ নিচ্ছেন যেসব অসাধু চক্র

যুগান্তর প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১২:৪৭

দিনে দিনে বাড়ে গেছে ‘মব ভায়োলেন্সের’ ঘটনা। মবের সুযোগ নিয়ে নানা অভিযোগ তুলে অন্যায় স্বার্থ হাসিল করছে বিভিন্ন গোষ্ঠী। ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস ও চাকরিচ্যুতিতেও মবের সুযাগ নিচ্ছে অসাধু চক্র। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মতে, ২০২৪ সালে মবসংশ্লিষ্ট গণপিটুনির ঘটনায় সারা দেশে ১২৪ জনের মৃত্যু হয়েছে। হাসিনা সরকারের পতনের পরের চার মাসে এ সংখ্যা তিনগুণ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের ৮ মাসে সারা দেশে মব বিশৃঙ্খলায় মারা গেছেন ১৪৩ জন।


অপরাধ গবেষক ও আইনসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে তুলনামূলকভাবে মব ভায়োলেন্সের ঘটনা অনেক কম। তবে ছাত্র-জনতার গণ-আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিবেশে বিভিন্ন গোষ্ঠী আইন হাতে তুলে নেয়। তারাই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা ভাব ও নিষ্ক্রিয়তার সুযোগে মব সৃষ্টি করছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মব জাস্টিস সহ্য করা হবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা ও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়ার পরও অবস্থার তেমন উন্নতি হয়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও