
থামছে না ‘মব ভায়োলেন্স’, নেপথ্যে সুযোগ নিচ্ছেন যেসব অসাধু চক্র
দিনে দিনে বাড়ে গেছে ‘মব ভায়োলেন্সের’ ঘটনা। মবের সুযোগ নিয়ে নানা অভিযোগ তুলে অন্যায় স্বার্থ হাসিল করছে বিভিন্ন গোষ্ঠী। ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস ও চাকরিচ্যুতিতেও মবের সুযাগ নিচ্ছে অসাধু চক্র। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মতে, ২০২৪ সালে মবসংশ্লিষ্ট গণপিটুনির ঘটনায় সারা দেশে ১২৪ জনের মৃত্যু হয়েছে। হাসিনা সরকারের পতনের পরের চার মাসে এ সংখ্যা তিনগুণ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের ৮ মাসে সারা দেশে মব বিশৃঙ্খলায় মারা গেছেন ১৪৩ জন।
অপরাধ গবেষক ও আইনসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে তুলনামূলকভাবে মব ভায়োলেন্সের ঘটনা অনেক কম। তবে ছাত্র-জনতার গণ-আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিবেশে বিভিন্ন গোষ্ঠী আইন হাতে তুলে নেয়। তারাই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা ভাব ও নিষ্ক্রিয়তার সুযোগে মব সৃষ্টি করছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মব জাস্টিস সহ্য করা হবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা ও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়ার পরও অবস্থার তেমন উন্নতি হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মব জাস্টিস
- মব সৃষ্টি
- মব ভায়োলেন্স